আবার ডোডো তাতাই
ডোডো তাতাই সিরিজ
তারাপদ রায়
লেখক | তারাপদ রায়
তারাপদ রায় একজন বাঙালি কবি, প্রাবন্ধিক, গল্পকার ও রম্য লেখক। তাঁর জন্ম ১৭ নবেম্বর ১৯৩৬ সালে বর্তমান বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলিকাতায় চলে যান। তিনি টাঙ্গাইলের বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। ১৯৫১ সালে কলিকাতায় এসে কলিকাতা সেন্ট্রাল কলেজ বর্তমান মাওলানা আযাদ কলেজে অর্থনীতিতে ভর্তি হন। তিনি অসংখ্য ছোট গল্প বিশেষ করে রম্য রচনা লিখেছেন। তাঁর প্রথম কবিতা সঙ্কলন "তোমার প্রতিমা" প্রকাশিত হয় ১৯৬০ সালে। তাঁর অনেক রচনায় বাল্যের বাংলাদেশের চিত্র ফুটে উঠেছে। তাঁর বিখ্যাত উপন্যাস "ছাড়াবাড়ি, পোড়া বাড়ি"। খ্যাতিমান এই লেখক ২০০৭ সালের ২৫ আগস্ট মৃত্যুবরণ করেন।
Follow Us
Were this world an endless plain, and by sailing eastward we could for ever reach new distances