Ad 728×90px

টোয়েণ্টি থাউজ্যাণ্ড লিগ্‌স আণ্ডার দি সী

কাহিনী সংক্ষেপ: পৃথিবীর প্রায় সব সমুদ্রেই দাপিয়ে বেড়াচ্ছে এক বিশাল প্রাণী। যার ভয়ে সাগরে জাহাজ চালানোই মুশকিল হয়ে গেছে। কেউ কেউ বলছেন সেটি বিশাল কোন তিমি আবার কেউ কেউ বলছেন পৌরাণিক কোন প্রাণী। কিন্তু বিভিন্ন দেশের সরকার মনে করছে সেটি কোন ডুবোজাহাজ। কিন্তু অনেক সন্ধানের পরও কোন কিছুই বোঝা গেল না যে আসলে সমুদ্র দাঁপিয়ে বেড়ানো সেই জিনিসটি কি। অবশেষে ‘আব্রাহাম লিঙ্কন’ নামে একটি জাহাজকে দ্বায়িত্ব দেওয়া হলো সুলুক সন্ধান করতে। অনুসন্ধানের সঙ্গী হলেন ফরাসী প্রকৃতিবিদ মঁসিয় পিয়ের আরোনা ও বিখ্যাত হারপুনবাজ নেড ল্যাণ্ড।

অনুসন্ধানে জানা গেল, সমুদ্র দাপিয়ে বেড়ানো সেই বিশাল প্রাণীটি একটি অতিকায় ডুবোজাহাজ। যার মালিক ক্যাপ্টেন নেমো যদি সভ্য জগৎ থেকে বিদায় নিয়ে সমুদ্র করেছেন চির আপন আর জাহাজটির নাম নোটিলাস। এই নোটিলাস কে নিয়ে ক্যাপ্টেন নেমোর দুঃসাহিসক অভিযানের গল্প হলো এই বইটি।

ডাউনলোড: Epub Or Mobi Or PDF

0 comments: