অন্ধকারের একশ বছর - আনিসুল হক
অদ্ভুত এক অন্ধকার নেমে এসেছে এই জনপদে। এখানে গান গাওয়া নিষদ্ধ, প্রাণীর ছবি আঁকাও অপরাধ। জ্ঞান-বিজ্ঞানের প্রচারণা তো দূরের কথা। সেই অন্ধকার জনপদে এক শিল্পী দম্পতির দুঃখ-দুর্দশার নিয়ে এই উপাখ্যানের শুরু হলেও ধীরে ধীরে উন্মোচিত হয়েছে আরো বড় প্রেক্ষাপটে, সাম্প্রদায়িকতার শত শত বছরের ইতিহাসের পাঠ থেকে নির্দেশ করা হয়েছে এর ভয়াবহতম পরিণতি। অন্ধকারের একশ বছরকে বলা যেতে পারে এই উপমহাদেশের ক্রমপ্রসারমান এক অন্ধকার শক্তির একশ বছর।কিংবা এ সবের কিছুই নয়, এক কল্পনাপ্রতিভাবান লেখকের রচিত রাজনৈতিক কল্পকাহিনী মাত্র। কেউ কেউ এটিকে আখ্যায়িত করেছেন ভবিষ্যবাদী উপন্যাস বলে। যাই হোক না কেন, এ রকম উপন্যাস বাংলা সাহিত্যে যে সম্পূর্ণ অভিনব, সম্পূর্ণ ব্যতিক্রমী, সন্দেহ নেই।
0 comments: