Ad 728×90px

রক্ষীবাহিনীর সত্য-মিথ্যা

রক্ষীবাহিনীর সত্য-মিথ্যা
লেখক - আনোয়ার উল আলম শহীদ
সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের প্রথম দিকে সরকার মুক্তিবাহিনীর সদস্যদের নিয়ে গঠন করেছিল জাতীয় রক্ষীবাহিনী। এ বাহিনীর কাজ ছিল যুদ্ধবিধ্বস্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা। রক্ষীবাহিনী এসব জাতীয় দায়িত্ব পালনে সর্বাত্মক কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু এর কর্মকাণ্ড নিয়ে নানা তর্ক-বিতর্ক শুরু হয়। এসবের কতটা সত্য আর কতটা নিছক প্রচারণা? গ্রন্থের লেখক আনোয়ার উল আলম গঠন-প্রক্রিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত এই বাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। রক্ষীবাহিনীর নিয়ে যেসব প্রশ্ন ও বির্তক রয়েছেম তিনি সেসব নিয়ে আলোচনা করেছেন। এ বই আমাদের ইতিহাসের উত্থান-পতনময় কালপর্বের তাৎপর্যপূর্ণ দলিলবিশেষ। 
সূচিপত্র 
  1. পটভূমি
  2. জাতীয় রক্ষীবাহিনী গঠন
  3. আইনশৃঙ্খলা সমস্যা
  4. রক্ষীবাহিনী নিয়ে বিতর্ক
  5. সিরাজ সিকদার ও অন্যান্য প্রসঙ্গ
  6. বাকশাল গঠন
  7. কলঙ্কজনক অধ্যায়
  8. ঝঞ্ঝাবিক্ষুব্ধ নভেম্বর
  9. শেষ কথা

পরিশিষ্ট
  1. জাতীয় মিলিশিয়া সম্পর্কে বাংলাদেশ সরকারের ঘোষণা
  2. রক্ষীবাহিনী গঠন-সম্পর্কিত গেজেট ও সংশোধনী
  3. রক্ষীবাহিনী প্রধানকে লেখা এম এ জি ওসমানীর চিঠি
  4. রক্ষীবাহিনীর দ্বিতীয় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরের মুখবন্ধ
  5. ১৯৭২-৭৫ সালে আওয়ামী লীগের যাঁরা নিহত হয়েছেন
  6. থানা-পুলিশ ফাঁড়িতে হামলা, লুট ও রক্ষীবাহিনীর ওপর আক্রমণ
  7. রক্ষীবাহিনীর চতুর্থ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরের মুখবন্ধ
  8. রক্ষীবাহিনীর কর্মকর্তা
  9. কে এম সফিউল্লাহর সাকআসৎকার
  10. রক্ষীবাহিনীর বিলুপ্তি ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আত্তীকরণ-সংক্রান্ত গেজেট
  11. সহায়ক গ্রন্থপঞ্জি

0 comments: