ইসলাম ও রবীন্দ্রনাথ অন্যান্য প্রসঙ্গ
লেখক - অমিতাভ চৌধুরী
রবীন্দ্রনাথের জীবন, তাঁর চিন্তা, কাজকর্ম প্রভৃতি বিষয়ে নানা গ্রন্থ ও আলোচনা প্রকাশিক হয়েছে। কিন্তু তিনি ইসলাম ধর্ম সম্বন্ধে কি ভাবতেন সে সম্বন্ধে কোন তথ্য এতাবৎকাল আমাদের সামনে ছিল না । আমাদের দেশে হিন্দু-মুসলমান সম্পর্কের স্পর্শকাতরতা দেশ-ভাগের বহু পূ্র্ব থেকে এখনও পর্যন্ত প্রবল। মানুষের কৌতূহল থাকা স্বাভাবিক, রবীন্দ্রনাথ যিনি স্বাধীনতা-সংগ্রাম থেকে সমাজ-সংস্কারের প্রতিটি বিষয়ে আলোচনা করেছেন, ইসলাম ধর্ম সম্বন্ধে তাঁর মনোভাব কি ছিল। এই গ্রন্থটি এই স্পর্শকাতর বিষয়ে সম্বন্ধে সাধারণ মানুষের কৌতূহল নিরসন করবে। "ইসলাম ও রবীন্দ্রনাথ'' ছাড়াও রবীন্দ্রনাথ ও রবীন্দ্র পরিবার সম্পর্কিত আরও কিছু মূল্যবান তথ্যপূর্ণ আলোচনা-সমৃদ্ধ এই গ্রন্থটি রবীন্দ্র গবেষণায় এক মূল্যবান সংযোজন।
ডাউনলোড: ইপাব, মুবি, পিডিএফ
0 comments: