Ad 728×90px

বাংলা স্ল্যাং সমীক্ষা ও অভিধান

বাংলা স্ল্যাং সমীক্ষা ও অভিধান
লেখক - অভ্র বসু
শ্রেণী: অভিধান

বাংলাভাষায় স্ল্যাং বিষয়ক গবেষণা বিশেষ হয়নি। স্ল্যাং সম্পর্কিত ধারণাও বাংলায় খুব স্পষ্ট নয়। সাধারণত স্ন্যাং বলতে অশ্লীল বা অশিষ্ট শব্দকেই বোঝানো হয়ে থাকে। অশ্লীল বা অশিষ্ট শব্দ স্ল্যাং নিশ্চয়ই, কিন্তু তা স্ল্যাং-এর একটা অংশমাত্র। অশ্লীল স্ল্যাং ছাড়াও স্ল্যাং-এর বিচিত্র ধরনকে ধরবার চেষ্টা করেছি। সেই কারণেই স্ল্যাং-এর সীমানা ইত্যাদি বিষয়কে স্পষ্ট করবার চেষ্টা করেছি। বাংলায় স্ল্যাং শব্দটির কোনো সন্তোষজনক পরিভাষা নেই। সে-বিষয়টিকেও আমরা আলাদা করে আলোচনা করেছি, এবং স্ল্যাং’ শব্দটির প্রতিই আমাদের পক্ষপাতের কারণ স্পষ্ট করেছি। বাংলা স্ল্যাং বলতে ঠিক কী বুঝেছি, সেটা এই সূত্রে স্পষ্ট করা প্রয়োজন। কোনো ভাষায় স্ল্যাং-এর বিষয়টিকে দেখবার অনেক দৃষ্টিকোণ থাকতে পারে। প্রথমত, স্ল্যাং সমাজের বিভিন্ন স্তরে আলাদা হয়ে যায়। শিক্ষিত শহুরে মানুষের স্ল্যাং এবং অশিক্ষিত গ্রাম্য মানুষের স্ল্যাং এক নয়; নারীপুরুষের স্ল্যাং আলাদা, বিভিন্ন উপভাষায় স্বতন্ত্র স্ল্যাং পাওয়া যাবে। সময়ের ভেদেও স্ল্যাং-এর চরিত্র বদলায়।
ডাউনলোড: ইপাব, মুবি, পিডিএফ

0 comments: