Ad 728×90px

মানুষের ঠিকানা

মানুষের ঠিকানা
লেখক - অমল দাশগুপ্ত

মানুষের মোট সংখ্যা প্রতিবছর বেড়ে চলেছে, যদিও এক জোড়া মানুষ থেকে বছরে একটির বেশি বাচ্চা জন্ম হয় না। এ থেকেই আসে বেঁচে থাকার সংগ্রাম। যা থেকে কারও রেহাই নাই। বেঁচে থাকতে হলে খাদ্য চাই, আলো চাই, তাপ চাই, আত্মরক্ষা করা চাই, প্রাকৃতিক দূর্য়োগ থেকে বাচার উপায় জানা চাই, আরো চাই অনেক কিছু। এতগুলা চাহিদা পূরণ করার ক্ষমতা থাকলেই একটি জীব বেঁচে থাকে। এ কারনেই সংগ্রাম। এই সংগ্রামে জয়ী কারা আর পরাজয়ী কারা তা হিসাব করা সহজ। যদি দেখা যায়, কোনো জীবের সংখ্যা বছরে বছরে কমছে তাহলে সেই জীব হেরে যাওয়ার দলে আর যদি সংখ্যাটা বছরে বছরে বাড়তে থাকে তাহলে তারা বিজয়ীদের দলে। আর যাদের সংখ্যা একই রকম থাকে তারাও জিতছে, যদিও খুব বড় রকমের নয়। বড় রকমের জিত তাদেরই যাদের সংখ্যা বাড়ছে।
ডাউনলোড: ইপাব, মুবি, পিডিএফ

0 comments: