লেখক পরিচিতি | তিলোত্তমা মজুমদার
তিলোত্তমা মজুমদারের জন্ম ১১ জানুয়ারি ১৯৬৬ খ্রিস্টাব্দে, ভারতের উত্তরবঙ্গে। পড়াশোনা করেছেন কালচিনি চা-বাগানে ইউনিয়ন একাডেমি স্কুলে। ১৯৮৫-তে স্নাতক স্তরে পড়তে আসেন কলকাতার স্কটিশ চার্চ কলেজে। লিখতে শুরু করেছেন ১৯৯৩ থেকে। পরিবারের সকলেই সাহিত্যচর্চা করেন। সাহিত্য রচনার প্রথম অনুপ্রেরনা পেয়েছেন দাদার কাছে, তিনি আনন্দ পাবলিশার্সে সম্পাদনাকর্মের সঙ্গে যুক্ত। প্রথম উপন্যাস 'মানুষশাবকের কথা'। ‘বসুধারা’ উপন্যাসের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার (১৪০৯) । 'একতারা'-র জন্য পেয়েছেন ডেটল-আনন্দবাজার পত্রিকা শারদ অর্ঘ্য (১৪১৩) শ্রেষ্ঠ উপন্যাস পুরস্কার।পেয়েছেন ভাগলপুরের শরৎস্মৃতি পুরুস্কার (২০০৭)। প্রকাশিত গল্পগ্রন্থ 'ঋ'। অন্যান্য উপন্যাসের মধ্যে আছে রাজপাট, একতারা, চাঁদের গায়ে চাঁদ ইত্যাদি। কাব্যগ্রন্থ 'আমি যার সহোদরা' এবং 'যদিও সামান্যতর'। ভালবাসেন গান ও ভ্রমণ।
0 comments: