Ad 728×90px

নদী ও নারী

নদী ও নারী
লেখক - হুমায়ুন কবীর
সংক্ষেপন - মোবারক হোসেন খান

'নদী ও নারী' অধ্যাপক হুমায়ুন কবীর রচিত একটি অত্যন্ত হৃদয়গ্ৰাহী উপন্যাস। গ্রামের পটভূমিতে এ উপন্যাস রচনা করেছেন তিনি। চরের মানুষের জীবনালেখ্য মূর্ত হয়ে উঠেছে উপন্যাসের পরতে পরতে। পল্পী মানুষের সুখ-দুঃখ হাসি-কান্না, হিংসাবিদ্বেষ উপন্যাসের চরিত্রগুলোতে সাবলীল হয়ে ধরা পড়েছে। বন্ধুত্বের গভীরতা যেমন প্ৰাণে দোলা জাগায়, তেমনি হিংসাপরায়ণতা মনকে করে তোলে বিষাদময়। একদিকে সংস্কার, অন্যদিকে বাঁচার তাগিদ; একদিকে প্ৰেম, অন্যদিকে বিদ্বেষ: সমাজের ঘটনাবহুল জীবন উপন্যাসের চরিত্রগুলোকে করে তুলেছে প্রাণবন্ত। নদীর সঙ্গে যেমন বাংলাদেশের মানুষের সম্পর্ক আবহমান কালের, নারী ছাড়াও মানুষের জীবন তেমনি অসম্পূৰ্ণ – লেখক এ সত্যই প্রকাশ করেছেন তাঁর উপন্যাসে। নজু মিয়া আর আসগর মিয়া দুই বন্ধু। তাদের জীবনের ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘নদী ও নারী’ উপন্যাসের কাহিনী। আমিনাকে বিয়ে করা নিয়ে দুই বন্ধুর শক্ৰতা, মালেক ও নুরুর বিয়ের প্রতিবন্ধকতা কাহিনীকে দিয়েছে নাটকীয়তা। ‘নদী ও নারী’ উপন্যাসটিকে অনায়াসে চরের মানুষের জীবন্ত জীবনালেখ্য বলে আখ্যায়িত করা চলে। ‘নদী ও নারী’ উপন্যাসটির কাহিনী সংক্ষিপ্ত আকারে সহজ ও সরল ভাষায় পরিবেশন করা হয়েছে। আকার সংক্ষিপ্ত হলেও কাহিনীর কোথাও ছন্দপতন ঘটেনি। ফলে উপন্যাসটি সবার জন্যেই পাঠের উপযোগী ও হৃদয়গ্রাহী হিসেবে গৃহীত হবে এটা নিশ্চিত করে বলা যায়।
‘নদী ও নারী’ উপন্যাসের সংক্ষিপ্তরূপ সাহিত্য ভুবনে এক নতুন মাত্রার সংযোজন।
READePUBMOBIPDF

1 comment:

  1. হুমায়ূন কবীরের নদী ও নারী উপন্যাস আর মোবারক হোসেন খানের সংক্ষেপিত নদী ও নারী উপন্যাস কাহিনীর যোগসূত্র এক হলেও সাহিত্যমানের বিচারে আদৌ এক নয়। আহমদ পাবলিশিং হাউজ থেকে প্রকাশিত মোবারক হোসেন খানের সংক্ষিপ্ত সংস্করণটি পড়ে কষ্ট পেলাম ব্যাপক। উপন্যাস সংক্ষিপ্ত আকারে প্রকাশের আইডিয়াটা কথা থেকে আসলো তা আমার বোধগম্য না।

    ReplyDelete