মহাভারতের কথা
লেখক: বুদ্ধদেব বসু
পরিচিত: সেই চিরন্তন মহাকাব্যটি সমকালীন চোখে। আধুনিক দৃষ্টিভঙ্গীতে পুরানো মহাকাব্যটিকে দেখতে গিয়ে আলো ছায়া সাদা কালো হ্রস্বদীর্ঘ অজানিতে পরিবর্তিত। মহাঘোরা আবর্তসংকুলা মহানদীর মত প্রবহমান জীবনধারা, দুই তটে ভাঙাগড়া। এই গ্রন্থে নায়ক যুধিষ্ঠির, ট্রাজিক নায়ক।না, হেরে গিয়ে ট্রাজিক নন, জিতে রাজসিংহাসন পেয়েও যিনি হাসিহীন অবস্থায় যন্ত্রমানবের মতন থেকে যান যুদ্ধপরবর্তী ছত্রিশ বছর। নদীতটের ভাঙনশব্দ তাঁর স্পন্দিত হৃদয়ের বেদনায় লেখা হয়ে চলে,একটু একটু করে অশ্রুত ভাষায়,অলক্ষ্য আন্দোলনে। শেষ হয় মহাপ্রস্থানের অমোঘতায়, অমরার উর্জস্বতীধারায়। কিংবা শেষ হয় কি?
ডাউনলোড: ইপাব, মুবি, পিডিএফ
0 comments: