সাহিত্যবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ
ও অন্যান্য প্রসঙ্গ
লেখক - আজহার ইসলাম
লেখকের একটি বই আগেও ভাগাভাগি করেছি সদস্যবন্ধুদের সাথে। তাঁর বইগুলো সারাধণত সাহিত্যে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, সাহিত্যের গবেষক বা যাঁরা সাহিত্য বিষয়ে আগ্রহী তাঁদের বেশ সাহায্য করবে, তাতে কোন সন্দেহ নেই। সেই চেষ্টায়ই আমার এমন বই ভাগাভাগি। এখন বই সম্পর্ক লেখকের নিজ বক্তব্য: ‘সাহিত্যবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও অন্যান্য প্রসঙ্গ’ পুস্তকখানি মূলত বাংলা সাহিত্যের কয়েকটি বিষয় ও স্মরণীয় কিছু কথা নিয়ে রচিত। এসব প্রবন্ধ-নিবন্ধের অধিকাংশই বিভিন্ন সময়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষের আমন্ত্রণে একাডেমির সেমিনার-কক্ষে পাঠ করা হয়। পরে সেগুলি বিভিন্ন গবেষণামূলক ও দৈনিক পত্রপত্রিকার সাহিত্যের পাতায় এবং কোনো কোনো সংকলন-গ্রন্থে প্রকাশিত হয়। বাংলাদেশের সাহিত্যের উপর রচিত সর্বশেষ ইংরেজি প্রবন্ধখানি ১৯৯৭ সালের ৪ঠা জুলাই যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাঙালি অভিবাসীদের আয়োজিত একটি কনফারেন্সে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থাপন করি।
0 comments: