Ad 728×90px

নেপালকে গোল বন্যায় ভাসালো নারী দল

হিমালয়ের দেশ নেপালকে গোল বন্যায় ভাসিয়ে দিল বাংলাদেশ রোল বলের নারী দল।  ৮-২ বিশাল ব্যবধানের ৪র্থ রোল বল বিশ্বকাপের মিশন শুরু করলো তারা।
এর আগে বাংলাদেশ পুরুষ দল হংকং ও ভুটানকে হারিয়ে আসর শুরু করে। এর ধারাবাহিকতায় নারী দলও জয় পেল।

0 comments: