Ad 728×90px

জীববিবর্তন সাধারণ পাঠ

জীববিবর্তন সাধারণ পাঠ
লেখক: ফ্রান্সিসকো জে. আয়ালা 
ভাষান্তর: অনন্ত বিজয় দাশ এবং সিদ্ধার্থ ধর 

জীবজগতে এমন ধারণার সূচনা ঘটিয়ে উনবিংশ শতাব্দীতে ডারউইন একটি বৈজ্ঞানিক বিপ্লব সাধন করেন। দীর্ঘদিনের গবেষণা, অনুসন্ধান, অভিযানের শেষে জীবের বিবর্তনের পক্ষে তিনি অনেক নির্ভরযোগ্য প্রমাণ হাজির করেছিলেন। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডারউইন প্রাকৃতিক নির্বাচন নামের এমন একটি প্রক্রিয়া আবিষ্কার করেন যা দিয়ে জীবজগতের গঠন-নকশা ব্যাখ্যা করা যায়। অর্থাৎ জীবের অভিযোজন, বৈচিত্র্যময় জটিল প্রজাতির আদি ইতিহাস, এমন কী মানুষের উদ্ভবকেও প্রাকৃতিক নিয়মের অধীনে পরিচালিত একটি ক্রমাম্বরিক পরিবর্তন প্রক্রিয়া দ্বারা ব্যাখ্যা করা যায়।
ডাউনলোড: পিডিএফ, ইপাব, মুবি

0 comments: