Ad 728×90px

ভাটির দেশ

ভাটির দেশ
লেখক - অমিতাভ ঘোষ
অনুবাদ - অচিন্ত্যরূপ রায়

জল জঙ্গলের দেশ সুন্দরবন। সে দেশে জলে কুমির, ডাঙায় বাঘ। আর আছে বাঘ কুমিরের সাথে লড়াই করে টিকে থাকা সবহারানো কিছু মানুষ। মহাকাব্যপ্রতিম এই উপন্যাসে আঠারো ভাটির দেশের জীবন আর প্রকৃতি, ইতিহাস আর লোকপুরাণকে জীবন্ত চেহারায় উপস্থিত করেছেন অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ নিজে অ্যাপ্রুভ করেছেন অনুবাদটি। পড়লে ভালো লাগবে, সুন্দরবনের গন্ধ পাওয়া যাবে। ভাটির দেশ অসম্ভব ভালো, দূর্দান্ত, মারাত্মক রকমের ভালো। অমিতাভ ঘোষের কৃতিত্ব তো বটেই, অচিন্ত্যবাবু-ও দারুণ অনুবাদ করেছেন। অতীব মনোগ্রাহী লেখা।
ডাউনলোড: পিডিএফ, ইপাব, মুবি

0 comments: