কৃষ্ণকাহিনী মহাভারত
লেখক - হরপ্রসাদ মুখোপাধ্যায়
মহাভারত লিপিবদ্ধ করার ব্যাপারে একটি কাহিনী প্রচলিত আছে। মহাভারত বেদব্যাস স্বহস্তে লেখেননি—শিবপুত্ৰ গণেশ লিপিবদ্ধ করেছিলেন। ব্যাসদেব গণেশকে প্রস্তাব দিলেন, তিনি মুখে মুখে মহাভারতের কাহিনী বলে যাবেন এবং শিবপুত্র সেই কাহিনী লিপিবদ্ধ করবেন। তাকে বসিয়ে রাখা চলবে না, বলা বন্ধ হলেই তিনি লেখা বন্ধ করবেন এই শর্তে গণেশ রাজী হলেন। গণেশ খুব দ্রুত লিখতে পারতেন। এতবড় একটি গ্রন্থ মুখে মুখে বলাও খুব সহজ কাজ নয়। ব্যাসদেব গণেশের প্রস্তাবে রাজী হলেন একটি শর্তে—প্রতিটি শ্লোকের অর্থ বুঝে তবেই গণেশ লিখবেন। অসুবিধা দেখলেই ব্যাসদেব একটি করে উদ্ভট শ্লোক বলতেন যার অর্থভেদ করতে গণেশের যথেষ্ট সময় লাগত। এইভাবে অৰ্জুনের পৌত্র পরীক্ষিতের রাজত্বকালের প্রথম তিন বছরে ‘মহাভারত' রচিত তথা লিপিবদ্ধ হয়েছিল।
ডাউনলোড: পিডিএফ, মুবি, ইপাব
0 comments: