Ad 728×90px

শকুন্তলা

শকুন্তলা
লেখক: অবনীন্দ্রনাথ ঠাকুর
শ্রেণী: শিশুসাহিত্য
রাজা রবি বর্মার অঙ্কন অবলম্বনে পাঠশালার জন্য তাহের আলমাহদীকৃত শকুন্তলার প্রচ্ছদ
শকুন্তলা অবনীন্দ্রনাথ ঠাকুরের (১৮৭১-১৯৫১) প্রথম গ্রন্থ। সংস্কৃত সাহিত্য অবলম্বনে অবনীন্দ্রনাথ মোট দুটি গ্রন্থ লিখেছিলেন। একটি রামায়ণ এবং অপরটি এই শকুন্তলা। রবীন্দ্রনাথ ঠাকুর বাল্য গ্রন্থাবলী প্রকাশে উদ্যোগী হলে তাঁরই অনুরোধে অবনীন্দ্রনাথ শকুন্তলা রচনা করেন। এই গ্রন্থ রচনাকালে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথকে অভয় দিয়ে বলেছিলেন, “তুমি লেখই-না, ভাষার কিছু দোষ হয় আমিই তো আছি।” বাংলা ১৩০২ সালের শ্রাবণ মাসে বাল্য গ্রন্থাবলী-র প্রথম গ্রন্থরূপে প্রকাশিত হয় শকুন্তলা।

0 comments: